#র্সোট মেয়ে মানেই নাকি সমাজের বোজা

র্সোট হয়ে জন্মানোটা বিশাল এক অপরাধে এসে দাড়িয়েছে।র্সোট মেয়েরা সব যায়গায় অবহেলিত আর অপমানিত,,হয়তো তা প্রকাশ্য

কোথাও ঘুরতে বা বেরাতে গেলে র্সোট মেয়েদের তামাশার পাত্রী হতে হয়,ফ্রেন্ডের সাথেও কিছু কিছু সময় ছবি তোলার ক্ষেত্রে অনেকেই উপহাসের ছলে বলে তুই ছোট তুই সামনে যা,,ওরে কেউ কোলে নে ইত্যাদি,,, নিজের কাজিনদের ও কাছে র্সোট মেয়ে মানে ওরে কিসের সম্মান করবো ওর কোনো সম্মান আছে নাকি?র্সোট মেয়েদের ভালোবাসার মানুষ হয় না আর হলেও সে মানুষটি হাজারো মানুষের কথা শুনার কর ব্যাকআপ নামক শব্দ টি জুড়ে দেয়।

বিয়ের পর ননদ দেবরের কটু কথা শুনতে হয় র্সোট বলে,,আমার থেকে সুন্দর লং ভাবি তারা ডির্জাব করে,,,

চাকুরির ক্ষেত্রে আগে সুন্দর লম্বা মেয়ে বাছায় হয় ভালো রেজাল্ট থাকার পর ও হাজারো র্সোট মেয়ে পিছিয়ে যায়,

কিন্তু সমাজ কিছু পরিবার আল্লাহকে ভয় পাই না তারা বুঝতে চাই না কেউই নিজে নিজে সুন্দর লং র্সোট সুদরর্শনী হয় না সব কিছুই আল্লাহর সৃষ্টি,,,, 

সমাজে সবার যেমন অধিকার আছে তেমন র্সোট মেয়েদের ও অধিকার আছে।


Akhi Akter Mim

313 Blog Postagens

Comentários

📲 Download our app for a better experience!