Jam tangan
Acara
Blog
Pasar
halaman
Lagi
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর মুশফিক ও সাকিব
Login সর্বশেষ রাজনীতি বাংলাদেশ অপরাধ বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন Eng By using this site, you agree to our Privacy Policy. OK ছবি ভিডিও ভিডিও ক্রিকেট বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ের গল্প ক্রীড়া প্রতিবেদকঢাকা প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭: ১৫ ফলো করুন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর মুশফিক ও সাকিব পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর মুশফিক ও সাকিবএএফপি পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয় ছিল না। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জিতে সেই অতৃপ্তি ঘুচেছে। একই মাঠে দ্বিতীয় টেস্টেও জয়ে পাকিস্তানকে ধবলধোলাই করে সিরিজটাও জিতে নিয়েছে নাজমুল হোসেনের দল। তাতে টেস্ট সিরিজ জয়ের জন্য ছয় বছরের অপেক্ষারও অবসান হলো। বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে। সেই সিরিজেও ক্যারিবীয়দের ধবলধোলাই করে বাংলাদেশ। এরপর পাকিস্তান জয়ের আগে ছয় বছরে খেলা ১০টি টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ ড্র করাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য। সব মিলিয়ে এটি বাংলাদেশের পঞ্চম টেস্ট সিরিজ জয়, এর চারবারই প্রতিপক্ষ ধবলধোলাই হয়েছে। যে একটি সিরিজ জয়ে প্রতিপক্ষ ধবলধোলাই হয়নি, সেটি ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। যেটি ছিল বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়। চট্টগ্রামে প্রথম টেস্ট জয়ের পর ঢাকায় দ্বিতীয় টেস্টটা ড্র করে সিরিজটাও জিতে নেয় বাংলাদেশ।
26 Blog posting
Muat lebih banyak
Anda akan membeli item, apakah Anda ingin melanjutkan?