Jam tangan
Acara
Blog
Pasar
halaman
Lagi
এখানে কিছু মেঘ নিয়ে ক্যাপশন উক্তি স্ট্যাটাস দেয়া হলো । মেঘলা দিনের আকাশ নিয়ে ক্যাপশন স্ট্যাটাস গুলো অনেক স??
মেঘ নিয়ে ক্যাপশন উক্তি স্ট্যাটাস : ১. কিছু মেঘ গুমোট করুক আকাশের মাঝেই সব মেঘেদের মাটির বুকে ঝড়ে পড়তে নেই৷ ২. অভিমানী মেঘ, টুকরো আবেগ, বিকেলবেলায় আঁকছি তোমায় গল্পগুলো সাথী হলো হলদে স্মৃতির অবাধ্যতায়। ৩. ঘন কালচে মেঘেকে দেখে ভয়ের কিছু নেই, একটু পরেই তা শান্তির বৃষ্টি হয়ে ঝড়ে পরে৷ ৪. ও মেঘ উড়ে যা না, প্রিয়তমার আকাশে তারপর স্নিগ্ধ বৃষ্টি হয়ে ঝড়ে পড় তার আলতা পায়ে। * আকাশ টা কিন্তু সব সময় আর মেঘলা থাকে না, কারণ কোন এক সময় রৌদ্রোজ্জ্বল অনিবার্য । ৫. একান্নটি খন্ড যখন জ্যেৎস্না দিলো জুড়ে একফালি মেঘ খবর দিয়ে গেলো কোথায় উড়ে যে সতীরে খুঁজলি রে মন সারা দিবস জুড়ে সে তোর বুকেতেই রাখলো মাথা নিবিড় আঁধারে৷ ৬. আঁচলে মেঘ নিয়ে বসে থাকা অজ্ঞাত আকাশ আমার ছাদের টব জল ভুলেছে বহুদিন তোমার স্নিগ্ধতা বুঝি পায়নি অবকাশ। ৭. ক্লান্ত পায়ে হেঁটে এসে দাঁড়াই ছাদের রেলিং এ উড়ে যায় মেঘ, ছোঁয়না আমায় ঝড়ে পরে না বৃষ্টি হয়েও, আমাতে বোধহয় মেঘ বৃষ্টিরও অরুচি। ৮. দূর দিগন্তে চেয়ে আছি নীল আকাশের পানে মেঘ বৃষ্টি হয়ে ঝড়ে পড়ো আমার এই ক্লান্ত গায়ে। ৯. চেনা গলিপথে হয় না দেখা আর মেঘের এখন অন্য পাড়ায় ঘর চাতক আজও বৃষ্টি ভালোবাসে রোদের আঁচে ক্ষয়প্রাপ্ত হয় স্মৃতির অবসর ১০. চিন্তার কালো মেঘ যতই ঘনিয়ে আসবে মনের আকাশ জুড়ে বুঝে নিও, সেই বৃষ্টির পরশ নেই বেশি দূরে।
54 Blog posting
Muat lebih banyak
Anda akan membeli item, apakah Anda ingin melanjutkan?