সেলজুক সম্রাজ্য ছিল এক সময় মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের একটি বিশাল ও শক্তিশালী সাম্রাজ্য। ১১ শতক থেকে ১৪ শতক পর্যন্ত এই সাম্রাজ্য বিস্তৃত অঞ্চল জুড়ে শাসন করেছিল।
তুঘরিল বেগ নামে একজন শক্তিশালী নেতার নেতৃত্বে এই সাম্রাজ্য দ্রুত বিস্তার লাভ করে। তিনি বহু যুদ্ধ জয় করে সাম্রাজ্যের সীমানা বিস্তৃত করেন। সেলজুক সম্রাজ্য একটি বিস্তৃত অঞ্চল জুড়ে শাসন করত। সুলতান ছিলেন সম্রাজ্যের সর্বোচ্চ শাসক। তাদের ছিলো একটি শক্তিশালী সেনাবাহিনী ছিল। সেনাবাহিনীতে তুর্কি ও ফার্সি সৈন্যরা ছিল।সেলজুক সম্রাজ্যের রাষ্ট্রধর্ম ছিল ইসলাম। সুলতানরা ইসলামিক শরীয়াহ আইন অনুসারে শাসন করতেন। সম্রাজ্যের মূল ভিত্তি ছিলো কৃষি। এছাড়াও রেশম, মসলা, হস্তশিল্প ও অন্যান্য পন্যের বানিজ্য ছিলো।
Shuvo Khan
26 博客 帖子