নেতাদের উপাধী

বাংলাদেশের কোন রাজনৈতিক নেতার কি উপাধী ছিল?

সাধীনতার সময় থেকে আজ পর্যন্ত সর্বোমোট ১২ জন প্রধানমন্ত্রী দেশ শাসন করেছেন। ড. মোঃ ইউনুস হলেন ১৩ তম। এদের মধ্যে যাদের উপাধি ছিল এবং এই উপাধি যারা দিয়েচ্ছিল তাদের নাম উল্লেখ করা হলোঃ 

১) শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেন ছাত্রলীগ নেতা তোফায়েল।

২) মুজিবকে জাতির পিতা উপাধি দেন ছাত্রলীগ নেতা আব্দুর রব।

৩) খালেদাকে দেশনেত্রী উপাধি দেন বিএনপি নেতারা।

৪) হাসিনাকে জননেত্রী উপাধি দেন আওয়ামীলীগ নেতারা।

৫) এরশাদকে পল্লীবন্ধু উপাধি দেন জাপা নেতারা। 


Adeel Hossain

242 블로그 게시물

코멘트