বাবাকে নিয়ে একদিন আমি লেখতে গেছিলাম গল্প লেখতে লেখতে কালি শেষ তবে লেখা হলো অল্প বাপ হল স্বার্থপর তাই বেশি কিছু লেখি নাই যায় লেখতে যাই তাই দেখি কম হয়ে যায় বুকের ভিতর কষ্ট রাইখা মুখে রাখে হাসি বাবা আমি আপনাকে ভীষণ ভালোবাসি ❤️❤️❤️❤️❤️
শিক্ষকতা পেশা একটি মহৎ পেশা। এই পেশায় মান সম্মান রয়েছে। সমাজ থেকে পরিবার । পরিবার থেকে রাষ্ট সব মিলিয়ে গড়ে উঠে শিক্ষার পরিবেশ। একটা দেশ শক্তিশালী হয়ে উঠে সেই দেশের শিক্ষা ব্যবস্হা মাপকাটি নির্ণয করা হয় শিক্ষা ব্যবস্হা উপর নির্ভরশীল।
123445
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?