যদি কোন স্বপ্নই না থাকে, তাহলে সামনে এগিয়ে যাওয়ার গতিটা দেবে কে? আপনি শেষ পর্যন্ত কোথায় পোঁছোতে পারবেন, সেটা আপনার জানা থাকুক বা না থাকুক, কোথায় যাওয়ার ইচ্ছা তা নিয়ে স্বপ্ন থাকতেই হবে।
বড় স্বপ্ন পূরণ হওয়ার পথে ছোট ছোট অর্জন গুলোকেও মূল্য দাও।
কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবেদিত করে, এক সময়ে সে ধারণার চেয়েও বেশি সাফল্য পাবে।
তুমি না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না।
তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা । তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান ।
মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে, কেউবা ঘুমের ঘোরে আবার কেউবা জেগে। এ পৃথিবীতে একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না, যে কিনা জীবনে কোনদিন স্বপ্ন দেখেনি। মানুষ বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখে, মানুষ স্বপ্ন দেখে স্বপ্নের প্রয়োজনে।
এই পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে, পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন, মানুষ র’বে না আর, র’বে শুধু মানুষের স্বপ্ন তখন সেই মুখ আর আমি র’বো সেই স্বপ্নের ভিতরে।
প্রভাত-রবির স্বপ্ন হেরে গো যেমন নিশীথ একা, গর্ভে ধরিয়া নতুন দিনের নতুন অরুণ-লেখা।তেমনই হেরিছে স্বপ্ন আমিনা – যেদিন নিশীথ শেষে, স্বর্গের রবি উদিবে জননী আমিনার কোলে এসে।
হে স্বপ্নকন্যা, আমার স্বপ্নরাজ্যে তোমায় স্বাগতম। রোজ রোজ ঘুমের ঘোরে যে স্বপ্নগুলো দেখি, সেই স্বপ্নগুলোতে থাকো শুধুই তুমি।তোমাকে কাছে পাবার ক্ষণগুলো আমি হারাতে চাই না।তাই আমি ঘুমাতে ভালোবাসি, আর রোজ রোজ ভোর হোক – তা আমি চাই না।ভোর হলেই তো তুমি চলে যাবে, আর আমি আবার সেই রাত্রীর অপেক্ষায়
