তোমার চোখে নদী আছে
তোমার চোখে নদী আছে,
শীতল জলের ধারা,
চেয়ে থাকি নিরবেতে,
ভেসে যাই সারাবেলা।
তোমার হাসি সকালে রোদ,
আলতো করে ছুঁয়ে,
দিনটা জুড়ে স্বপ্ন বুনি,
তোমায় নিয়ে বুঝে।
তোমার কণ্ঠ বৃষ্টি হয়ে
পড়ে মনের মাঠে,
তোমার কথা শুনলেই যেন
ফুল ফোটে একসাথে।
তুমি আছো, ভালোবাসা
থাকে পাশে চুপচাপ,
এইটুকু জীবন—তোমার ছায়া
হোক আমার আলাপ।

Synes godt om
Kommentar
Del