চিঠি রাতের নির্জনতায় পুরোনো একটা চিঠি খুঁজে পেল রুবি। মায়ের হাতে লেখা—“ফিরে এসো, অপেক্ষায় আছি।” চোখ ভিজে উঠল। মা এখন নেই। কিন্তু সেই চিঠির গন্ধে আজো মায়ের আঁচল খুঁজে পায় রুবি।
বৃষ্টি রাস্তায় হেঁটে যাচ্ছিল অর্ণব। হঠাৎ বৃষ্টি নামল। ছাতা ছিল না, তবে একজোড়া চোখ ছাতা করল তার জন্য। সেদিন প্রথম বার চেনা-অচেনার মাঝখানে ভালোবাসার শুরু হয়েছিল।
পুতুল ছোট্ট মেয়েটার নাম ছিল মিষ্টি। তার প্রিয় পুতুলটা হারিয়ে গিয়েছিল। এক ভিক্ষুক তা কুড়িয়ে পেয়েছিল। দেখে মিষ্টির চোখে আনন্দ ঝিলিক দিল, আর ভিক্ষুকের চোখে শান্তি।
চুরি রাতে দোকান থেকে চুরি হয়েছিল। পরদিন দেখা গেল এক বৃদ্ধ সেই জিনিসগুলো ফেরত দিয়ে রেখে গেছে দরজায়। তার পাশে একটি চিরকুট: “ক্ষুধায় নিয়েছিলাম, মাফ করবেন।”
sabuz hossain
删除评论
您确定要删除此评论吗?
Nadim Ahmed
删除评论
您确定要删除此评论吗?