আমি তাকে আমার করে পেলাম না।অর্থ আজ আমাকে তার কাছ থেকে দুরে নিয়ে গিয়েছে।আমি তাকে অনেক ভালো বাসতাম। সেও আমাকে জাপটে ধরে অনেক কাঁদেছে।আমি নিজেকে সেদিন কন্ট্রোল করতে পারি নাই।কিন্তু কি করব অর্থ যে নাই।অর্থ হলো সেকেন্ড গড।যার অর্থ নাই তার কোনো মূল্য নাই ভালোবাসা নাই আছে শুধু অপমান।ঘৃণা।অনেক কষ্ট তাকে ভুলে আছি আজ 10 বৎসর হলো।সেও আমাকে মনে করে বুঝতে পারি।শুনলাম তার নাকি একটা মেয়ে হয়েছে ।নাম নাকি মিশু।
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Nadim Ahmed
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?