বন্ধুত্ব মানে একসাথে হাসা নয়
একসাথে কাঁদাও। যারা নিজের সমস্যার মাঝেও তোমার পাশে দাঁড়ায়, তারাই প্রকৃত বন্ধু। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু বন্ধন বদলায় না। ভালো বন্ধু মানে এমন একজন, যার সঙ্গে চুপচাপ বসেও মন ভালো হয়ে যায়। বন্ধুত্বের কোনো সংজ্ঞা নেই, শুধু অনুভব আছে, যত্ন আছে, ভালোবাসা আছে।
— ❝ যা হারিয়েছি, তা আর খুঁজব না । কারণ যা আছে, তাই যথেষ্ট। ❞ 💙@
#sohelrana