তুমি আমাকে ঠকিয়েছো—হয়তো বুঝে, হয়তো না বুঝে। কিন্তু জানো, একদিন তুমিও ঠকবে। হয়তো নিজের কাছে, নয়তো অন্য কারো কাছে। সেদিন তোমার কাছে আমার দেওয়া কথা, আমার ভালোবাসা, আর আমার অপেক্ষাগুলো মনে পড়বে। তুমি কত কথা দিয়েছিলে! বলেছিলে, আমিই হবো তোমার সব। বলেছিলে, চিরকাল আমারই থাকবে। কিন্তু দিনশেষে, তুমি আর আমার থাকলে না। তুমি হয়তো অন্য কারো সঙ্গে নতুন একটা গল্প শুরু করেছো। আমি তোমাকে দোষ দিই না। তোমার ভালো থাকা দরকার, প্রিয়। আমি তোমার জন্য দুঃখ চাই না। আমি চাই, তুমি তোমার জীবনে সুখ খুঁজে পাও। তবে একদিন যখন নিজের মনের গভীরে তাকাবে, তখন সেই প্রতিশ্রুতিগুলো তোমাকে তাড়া করবে। ভালো থেকো, প্রিয়। তোমার সুখই আমার শান্তি। যদিও তুমি আমার হলে না, তবু আমার ভালোবাসা কখনো তোমার প্রতি কমবে না। হয়তো তোমার ভালো থাকা দূর থেকে দেখে যাব, নিঃশব্দে..!💔😅