৮৫.
ثُمَّ أَنتُمْ هَـٰٓؤُلَآءِ تَقْتُلُونَ أَنفُسَكُمْ وَتُخْرِجُونَ فَرِيقًۭا مِّنكُم مِّن دِيَـٰرِهِمْ تَظَـٰهَرُونَ عَلَيْهِم بِٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ ۖ وَإِن يَأْتُوكُمْ أُسَـٰرَىٰ تُفَـٰدُوهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ ۚ أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ ٱلْكِتَـٰبِ وَتَكْفُرُونَ بِبَعْضٍۢ ۚ فَمَا جَزَآءُ مَن يَفْعَلُ ذَٰلِكَ مِنكُمْ إِلَّا خِزْىٌۭ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَيَوْمَ ٱلْقِيَـٰمَةِ يُرَدُّونَ إِلَىٰٓ أَشَدِّ ٱلْعَذَابِ ۗ وَمَا ٱللَّهُ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ
এরপর তোমরাই তো একে অপরকে হত্যা করো এবং নিজেদেরই একটি দলকে তাদের বাসস্থান থেকে বের করে দাও—তোমরা তাদের বিরুদ্ধে পাপ ও সীমালঙ্ঘনে সহযোগিতা করো। আবার তারা যদি তোমাদের কাছে বন্দী হয়ে আসে, তাহলে মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনো, অথচ তাদের বের করে দেওয়া তোমাদের জন্য হারাম ছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো আর কিছু অংশে অস্বীকার করো? যারা এরূপ করে, তাদের শাস্তি দুনিয়াতে লাঞ্ছনা আর কিয়ামতের দিনে কঠিন আযাব। আর আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অজ্ঞ নন।
-- সুরা আল-বাকারা (আয়াত ৮৫ )