আমরা চাইলেই সবাই মিলে ভালো থাকতে পারি।কিন্তু না সেটা কারো হজম হয়না।নিজেও ভালো থাকবেনা অন্যকেও ভালো থাকতে দিবে না।আমি বুঝিনা এদের সমস্যাটা কি।কেউ উপরে উঠতে চাইলে পা টেনে নিচে নামাতে পারলে বাঁচে।না নিজে কিছু করবে না অন্যকে কিছু করতে দিবে। অনেক হইছে ভাই এই টাইপের মানুষগুলো একটু ভালো থাকতে দিন প্লিজ,আর নিজেরাও ভালো থাকুন।কেওতো আপনাদের কোনো সমস্যা করছে না,তাহলে আপনারা কেন,,,,,,
মেয়েদের জীবনটা এতো কঠিন কেন?বাবা বাড়িতে মেয়েদের বোঝা মনে করে বিয়ে দিয়ে দেয় অল্প বয়সে।সামির বাড়িতে মেয়েদের তাচ্ছিল্যের চোখে দেখা হয়,,কষ্ট দেওয়া হয়,, অপমান করা হয় আবার খেটেও নেওয়া হয়। কেন এমন কথা হয় মেয়েদের সাথে। মেয়েরা কেন তাদের প্রাপ্য সম্মানটুকু পায় না। কেন মাথা তুলে বাঁচতে পারে না।
এ যুগে মানুষ ভালোবাসার মূল্য বোঝেনা। ভালোবাসা বলতে বোঝে শুধু শারীরিক সম্পর্ক আর ছলনা। আবার যে ভালোবাসার মূল্য বোঝে সে পায় ধোঁকা আর কষ্ট। এখানেই বোঝা যায় যে মানুষ এখন সত্যিকার ভালোবাসা না শুধু ছলনাতেই বিশ্বাসী। সত্যিকার অর্থে ভালোবাসা কোথায় পাওয়া যায় কেউ কি ঠিকানা টা যানেন,জানলে আমাকে জানাবেন।
Rumi Akter
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?
Bikash Roy
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?