“যে মানুষটা নীরবতা বুঝে না, সে কখনোই হৃদয়ের কষ্টটা অনুভব করতে পারবে না… 🤫🖤”“কারো জন্য নিজেকে বদলানোটা সবচেয়ে বড় ভুল… কারণ শেষে গিয়ে কেউ তোমার বদলে যাওয়া দেখে না, শুধু ছেড়ে যায়। 🔁😔”“চুপচাপ থাকলেই সবাই ভাবে তুমি ঠিক আছো… অথচ ভিতরটা দিন দিন শূন্য হয়ে যাচ্ছে। 😶🌫️🖤”“যে সম্পর্কের জন্য বারবার নিজের মূল্যবোধ বিকিয়ে দিতে হয়, সেটা আর সম্পর্ক থাকে না… সেটা হয়ে যায় নিঃস্বতা। 🖤🔕”