🍓🍓🍓🍓🥭🥭মনোনয়ন পত্র 🍓🍓🍓🍓🍓🍓
🍓🍓🍓🍓🍓🍓আকরাম হোসাইন🍓🍓🍓🍓🍓
যাদের পিছে সময় দিলাম
এরাই দিল বাস ।
নিজের হাতে ডেকে আনলাম
নিজের সর্বনাশ ।
এমপি হব মন্ত্রী হব
মনে ছিল আশা ।
আশার বাসা ভেঙ্গে যখন
দূর দুর্দশা ।
গায়ের জোরে বদনের বনে
দেখাইছিলাম সত্যি ।
আপন মানুষ দূর ছেলে
করেছিলাম ভক্তি ।
ভক্তি দিও থাই পেলাম না
ওদের চরণ তলে ।
ছবি আমার বিফল গেল
রাজনীতির কৌশলে।