বুলিয়ান আলজেব্রা প্রখ্যাত ইংরেজি গণিতবিদ জর্জ বুল ১৮৪৭ সালে তার প্রকাশিত প্রথম গ্রন্থ "The Mathematicl Analysis of Logic" এ সর্বপ্রথম বুলিয়ান আলজেব্রা নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে ১৮৫৪ সালে গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক নিয়ে তার 'An Investigation of the Laws of Thought' গন্থে বলিয়ান আলজেব্রা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে মূলত সত্য ও মিথ্যা এ দুই যুক্তি বা লজিকের উপর বৃদ্ধি করে আলোচনা করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পর বুলিয়ান আলজেব্রা সত্য মিথ্যা কে বাইনারি ওয়ান ও শূন্য দ্বারা দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটারের সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করা সম্ভব হয়।