সব আনন্দ ফুরালে সবাইকে ঠিকই
ফিরে আসতে হবে বেদনার কাছে।
এইসব দিন গত হলে সবাইকেই
দাঁড়াতে হবে মৃত্যুর সম্মুখে!
তবু ও তোমরা ভুলে যাও আজ।
আনন্দে ভুলে যাও-বেদনাকে!
বেঁচে থাকতে ভুলে যাও- মৃত্যুকে!
শোনো, কেউই ভালো থাকে না, বেদনাকে ছাড়া।
যেভাবে মৃত্যুর উপলব্ধি ছাড়া-
যে বাঁচে সে আসলে বাঁচে না, প্রতিনিয়ত মরে,,,!
Foryou,,,,,
,
,
,
,
,
,
,💔🤗😢
যত দেখি
তার চেয়ে বেশি দেখি
যখন তোমাকে দেখি না,,!
যতটুকু কথা হয়
তার চেয়ে বেশি কথা হয়
যখন আমাদের কথা হয় না,,!
যতটুকু ভালবাসি
তার চেয়ে বেশি ভালোবাসি
যখন তুমি কাছে থাকো না,,,!
তুমি যেখানে যাও
যত দূরে যাও
আসলে ঠিক ততটাই
নিকটে আসো আমার,,,!!
🤗💔😢
My dear bestfriend...
দুনিয়ার সবকিছু ভুলে থাকা যায়,,,
কিন্তু ,,
বন্ধুদের সাথে কাটানো সময় ভুলে থাকা যায় না,,,
🥰🥰🥰
#my_dear_bestfriend #love_you_forever
#bangladesh
#foryou 😍