AFace1 AFace1
    #হাদিস #ইসলাম #test #ondemandappdevelopment #gojekclone
    詳細検索
  • ログイン
  • 登録

  • ナイトモード
  • © 2025 AFace1
    約 • ディレクトリ • お問い合わせ • プライバシーポリシー • 利用規約 • 返金 • DMCA

    選択する 言語

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

時計

時計 リール 映画

イベント

イベントをブラウズ 私の予定

ブログ

記事を閲覧する

市場

最新の製品

ページ

マイページ 気に入ったページ

もっと

フォーラム 探検 人気の投稿 ジョブ オファー 資金
リール 時計 イベント 市場 ブログ マイページ すべてを見る
Asrafil
User Image
ドラッグしてカバーの位置を変更
Asrafil

Asrafil

@Asrafil
  • タイムライン
  • グループ
  • いいね
  • 続く 0
  • フォロワー 0
  • 写真
  • 動画
  • リール
  • 製品
0 続く
0 フォロワー
5 投稿
男
20 歳
に住んでいます Bangladesh
image
Asrafil
Asrafil  
10 の ·翻訳

গাধার বুদ্ধি

একদিন এক চাষার গাধা হঠাৎ করে একটা কুয়োয় পড়ে গেল। গাধাটা খুব জোরে জোরে চিৎকার করতে লাগল। চাষা এসে দেখে—গাধা কুয়োর মধ্যে! অনেক চেষ্টা করেও যখন গাধাকে তোলা গেল না, তখন চাষা ভাবল, "গাধাটা তো বুড়ো হয়ে গেছে, আর কুয়োটাও শুকনো—ভরাট করেই দিই।"

তাই সে প্রতিবেশীদের ডেকে আনল। সবাই মিলে মাটি ফেলতে লাগল কুয়োয়। প্রথমে গাধাটা চিৎকার করতে লাগল, কিন্তু কিছুক্ষণ পর চুপ হয়ে গেল।

চাষা নিচে তাকিয়ে দেখে—গাধাটা মাটি গায়ে পড়লে তা ঝেড়ে ফেলে পায়ের নিচে চাপ দিচ্ছে। যত মাটি পড়ে, গাধা ততটাই ওপরের দিকে উঠতে থাকে!

শেষ পর্যন্ত, এত মাটি পড়ল যে গাধাটা কুয়োর মুখ পর্যন্ত উঠে এল—আর লাফ দিয়ে বেরিয়ে গেল!

お気に入り
コメント
シェア
Asrafil
Asrafil  
10 の ·翻訳

Sad capshon 💔🥀💔
💔 Heartbreak / Love Loss:

"Sometimes the person you’d take a bullet for is the one behind the trigger."

"Smiling outside, shattered inside."

"We said forever, but forever ended too soon."


🖤 Loneliness / Emptiness:

"Surrounded by people, yet I feel alone."

"No one notices the silent battles."

"Empty spaces, empty heart."


💭 Reflective / Deep Sadness:

"The worst kind of sad is not being able to explain why."

"I hide my sadness behind a smile no one questions."

"Tired of being strong all the time."

お気に入り
コメント
シェア
avatar

Saymon Ahmed

 
❤️❤️❤️
お気に入り
· 返事 · 1749269804

コメントを削除

このコメントを削除してもよろしいですか?

Asrafil
Asrafil  
10 の ·翻訳

কষ্টের ক্যাপশন

১. "হাসি মুখে থাকি, কিন্তু ভিতরে চলতে থাকে এক নিঃশব্দ যুদ্ধ।"

২. "ভালোবাসা যদি একতরফা হয়, তাহলে সেটা কেবল কষ্টই দেয়।"

৩. "সবাই বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু সময় তো শুধু কষ্টটা গভীর করে।"

৪. "চেষ্টা করেও ভুলতে পারি না, কারণ কিছু স্মৃতি কাঁটার মতো বুকে বিঁধে থাকে।"

৫. "যাকে চোখের পানি দেখাতে চেয়েছিলাম, সে চোখেই নেই এখন।"

৬. "কেউ কেউ শুধু স্মৃতির পাতায় ভালোবাসে, বাস্তবে নয়।"

৭. "চোখের জল লুকাতে পারি, কিন্তু হৃদয়ের যন্ত্রণা কে দেখবে?"

৮. "কখনো কখনো নীরবতা অনেক বেশি কিছু বলে দেয়।"

৯. "একজন মানুষ বদলে গেলে কতোটা অচেনা হয়ে যেতে পারে, তা কেবল কষ্টই শেখায়।"

১০. "কিছু সম্পর্ক শেষ না হলেও মনের মধ্যে অনেক আগেই শেষ হয়ে যায়।"

お気に入り
コメント
シェア
avatar

Saymon Ahmed

 
Like to comment share support korbn bai
お気に入り
· 返事 · 1749223432

コメントを削除

このコメントを削除してもよろしいですか?

avatar

Saymon Ahmed

 
হা এবার ঠিক আছে পোস্ট টা সবার জন্য উপকারি হয়েছে ধন্যবাদ ভাই আপনাকে আপনি এমন পোস্ট সবার ভালোর জন্য করবেন সবাই উপক্রিত হবেন
お気に入り
1
お気に入り
· 返事 · 1749223585

コメントを削除

このコメントを削除してもよろしいですか?

Asrafil
Asrafil  
10 の ·翻訳

🌧️ বৃষ্টির সেই বিকেল

সকাল থেকেই যেন একটা ভারী অপেক্ষা ঝুলে ছিল আকাশে। মেঘগুলো জমেছিল ধীরে ধীরে, ছায়া ফেলেছিল শহরের উপর। শহরের মানুষরা জানত, আজ কিছু একটা হতে চলেছে। কেউ হয়তো অফিসের পথে ছাতা নিয়ে বেরিয়েছে, কেউ আবার ভিজে যাওয়ার অজুহাতে বাড়িতে থাকার পরিকল্পনা করছে।

আর মৃত্তিকা?
সে বসে ছিল বারান্দায়, পায়ে ছড়ানো একটা পুরোনো চাদর। কাঁধে একটা মলিন শাল, হাতে ধরা একটা মগ—চা নয়, কেবল গরম পানি। জানালার ওপাশে তখনো বৃষ্টি নামেনি, কিন্তু মাটির গন্ধ যেন আগে থেকেই চলে এসেছে।

আজকের দিনটা তার জন্য খুবই স্পেশাল—তবে উৎসবের জন্য নয়।

আজ ৩রা জুন—যে দিনটাতে রাহুল প্রথমবার মৃত্তিকার পাশে এসে দাঁড়িয়েছিল।

প্রথম দেখা

তিন বছর আগে, একই দিনে, বিশ্ববিদ্যালয়ের পথে হঠাৎ করে বৃষ্টি নেমেছিল। ছাতাহীন মৃত্তিকা ছুটছিল বিশৃঙ্খলভাবে, তখনই তার সামনে এসে দাঁড়িয়েছিল একটা ছাতা। আর ছাতার নিচে ছিল একজোড়া উজ্জ্বল চোখ, আর একটুকরো হাসি—রাহুল।

“একা ভিজবেন না, আমাকে একটু জায়গা দিন,” রাহুল বলেছিল এমন ভাবে, যেন বহুদিন ধরেই মৃত্তিকার সঙ্গে তার পরিচয়।

তাদের সেই ছাতা ভাগাভাগি করা থেকেই শুরু। লাইব্রেরি, ক্যান্টিন, ক্লাসের করিডোর—সব জায়গাতেই জমে উঠেছিল গল্প। বৃষ্টির দিনে ছাতা নিয়ে হাঁটা যেন তাদের আলাদা একটা অভ্যাস হয়ে দাঁড়ায়।

সম্পর্কের গভীরতা

রাহুল ছিল শিল্প-প্রেমিক, কবিতা লিখত। আর মৃত্তিকা—সে ছিল গানের মানুষ। সন্ধ্যায় তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে গান আর কবিতায় হারিয়ে যেত।

একবার বৃষ্টি হচ্ছিল খুব, পুকুরপাড়ে তারা বসেছিল ভিজে গায়ে। রাহুল কাঁপছিল, কিন্তু বলল,
“তুই জানিস, বৃষ্টি হলেই আমার তোকে বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে।”

মৃত্তিকা সেদিন কিছু বলেনি। শুধু চোখ বুজে শুনেছিল রাহুলের সেই কথাগুলো—সেগুলো আজও তার মনে বাজে।

হঠাৎ ছন্দপতন

জীবন ঠিক যেমন করে আনন্দ দেয়, ঠিক তেমন করেই হুট করেই তা ছিনিয়েও নেয়।

রাহুল একদিন তার বাইকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।
একটা লাল ট্রাকের সামনে সব গল্প থেমে যায়।

মৃত্তিকার জীবনে তখন নীরবতার বৃষ্টি নামে—যে বৃষ্টি কোনো দিন থামে না।

আজকের দিন

আজ সেই দিনটাই ফিরে এসেছে।
বারান্দার গায়ে প্রথম ফোঁটা বৃষ্টির শব্দ পড়ে। মৃত্তিকা কাঁপে না, শুধু শূন্য চোখে বাইরের দিকে তাকিয়ে থাকে।

তার পাশে একটা পুরোনো ছাতা রাখা, যার হাতলে আজও রাহুলের ছোঁয়ার ছাপ রয়ে গেছে।

সে ছাতাটা হাতে নেয়। অনেক দিন পর সে বের হয় বাইরে, সেই পুরোনো গলিটা ধরে হাঁটে। চারপাশে বৃষ্টি নেমেছে, মানুষ ছুটছে আশ্রয়ের খোঁজে। কিন্তু মৃত্তিকা থামে না।

সে চলে যায় সেই পুরোনো পুকুরপাড়ে। বসে পড়ে। পুকুরের পানিতে বৃষ্টির ফোঁটা পড়ে টুপটাপ শব্দ তোলে।

হঠাৎ তার পাশে বসে কেউ যেন ফিসফিস করে বলে, “তুই জানিস, বৃষ্টি হলেই আমার তোকে বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে।”

সে জানে, কেউ নেই। তবুও সে চোখ বন্ধ করে হাসে।

বৃষ্টি তার চুলে পড়ে, গায়ে পড়ে, চোখ বেয়ে গড়িয়ে পড়ে কান্নার মতো।
কিন্তু আজকের বৃষ্টিতে কেমন যেন একটা উষ্ণতা আছে।

একটা আশ্বাস—যে ভালোবাসা হারায় না, থেকে যায়, ঠিক এই রকম কোনো এক বৃষ্টির বিকেলে।

お気に入り
コメント
シェア
Asrafil
Asrafil    彼のプロフィール写真を変更しました
10 の

image
お気に入り
コメント
シェア
さらに投稿を読み込む

友達から外す

友達を解除してもよろしいですか?

このユーザーを報告

オファーを編集

ティアを追加








画像を選択
ランクを削除する
この階層を削除してもよろしいですか?

レビュー

コンテンツや投稿を販売するには、まずいくつかのパッケージを作成します。 収益化

ウォレットで支払う

支払いアラート

アイテムを購入しようとしています。続行しますか?

払い戻しをリクエストする