AFace1 AFace1
    #aface1 #foryou #quotes #story #nature
    Ricerca avanzata
  • Entra
  • Iscriviti

  • Modalità notturna
  • © 2025 AFace1
    Su di noi • Direttorio • Contattaci • Privacy Policy • Condizioni d'uso • Rimborso • Work • Points and Payments • DMCA

    Selezionare Lingua

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Orologio

Orologio Bobine

eventi

Sfoglia gli eventi I miei eventi

blog

Sfoglia gli articoli

Mercato

Gli ultimi prodotti

Pagine

Mie Pagine Pagine piaciute

Più

Esplorare Post popolari Giochi Lavori offerte finanziamenti
Bobine Orologio eventi Mercato blog Mie Pagine Vedi tutti
Ayat Ahmed
User Image
Trascinare per riposizionare la copertura
Ayat Ahmed

Ayat Ahmed

@Ayat22
  • Sequenza temporale
  • Gruppi
  • Mi piace
  • Following 188
  • Followers 4
  • Foto
  • Video
  • Bobine
  • Prodotti
I am a student
188 Following
4 Followers
9 messaggi
Maschio
21 Anni
Studiato a Bangla hili pilot school and col
Residente a Bangladesh
Situata in Dhaka
image
image
image
image
image
image
image
Ayat Ahmed
Ayat Ahmed
2 w

আমি কি তোমাকে বলেছিলাম আমার জীবনে আসতে, বলেছিলাম?? বলি নি। তুমি নিজেই এসেছিলে। আমি বারবার বলেছিলাম থাকলে সারাজীবনের জন্য। তুমিও সম্মতি জানিয়েছিলে, আমরা বেশ সুখেই ছিলাম। কিন্তু কোথা থেকে কি হলো আজও আমার সব অজানা। বসন্তের খোলা হাওয়াতে যে কিভাবে কাল বৈশাখি ঝড় সব লণ্ডভণ্ড করে দিলো

আসলে এটাই হয়ত প্রকৃতির নিয়ম

সৃষ্টির শুরু থেকেই মানুষের নিষেধ জিনিসের প্রতি প্রবল আগ্রহ।

আমরা এক শহরেরই বাসিন্দা

কিন্তু আমাদের দেখা হয় না!

আমরা এক আকাশের নিচেই অবস্থান করি, কিন্তু আমাদের দূরত্ব সূর্য ও পৃথিবীর দূরত্বের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি

জানো, কখনোও ভাবি নি তুমি আমাকে এভাবে রেখে চলে যাবে। যদি ছেড়ে যাওয়ার ছিলো এত কাছে কেন এলে? বারবার ফিরেই বা আসো কেন? যতই বলি তোমার প্রতি আমার অনূভুতি নেই, ভালোবাসাকে দাফন দিয়েছে, ততবারই মনে হয়, হৃদয়ে ধারালো ছুরি দিয়ে কেউ আঘাত করেছে

প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। কিন্তু কাঁদতে পারছি না। এক আকাশ হাসির মাঝে আমার চোখের কোণে এক বিন্দু জল
তোমাকে আর বলব না ফিরে এসো। কারন এই তুমি আর সেই তুমি নেই

আমি শুনেছি মানুষ নাকি বদলায়, কিন্তু কখনোই তা দেখি নি। কিন্তু ভাবতেই পারি নি যে আমার মানুষটা বদলে যাবে

এটাকেই হয়ত নিয়তি বলে। যাকে একবারের হলেও ভালোবাসা হয় তাকে কি ভোলা সম্ভব? কই আমি তো পারলাম না

আজও আমার বালিশ সাক্ষী কত রাত আমার পোহায় নির্ঘুম। কত অশ্রু ঝরে এই চোখ থেকে

এই নির্বাক বালিশ ভেজে আমার এই অশ্রুতে, আবার শোকায়

চোখের জলের যদি রঙ হতো তাহলে আমি হতাম রঙের ব্যবসায়ী

বসন্তের মধ্যেও আমার জীবনে যেন শ্রাবণধারা এই শহরের লাল নীল কাচের মাঝে আমি যেন সাদা কালোও পেশাচিকতায় আবদ্ধ

আমার অনূভুতি সবার কাছে হাস্যকর মনে হলেও আমি জানি আমি কতটা অসুখি

এক মহাসাগর কষ্ট বুকে চেপে রেখে হাসাটা কি খুবই সহজ?
মাঝরাতে হুটহাট নিঃশ্বাস আটকে আসা মুহুর্তগুলো আসলে ব্যাখা করা যায় না। আসলে ভালো থাকার অভিনয় টা দিনভর করা গেলেও, রাতে পরাজিত অর্ধমৃত আমি

নিরবতার রাতে কান্না বিহীন শুধু চোখে জল আসে ভিতরে আটকা থাকা আত্মা টা বাইরের মিথ্যা হাসির উপর অভিযোগ করে

প্রতিনিয়ত আমাকে অভিশাপ দিচ্ছে এই মিথ্যা অভিনয়ের জন্য

চোখের নিচে লেপ্টে আছে জীবনের আসল গল্পটা, মানুষ তার নাম দিয়েছে 'ডার্ক সার্কেল'। তোমাকে না পাওয়ার আক্ষেপ টা সারাজীবন এই রয়ে যাবে

তুমি পরের বার আকাশ হয়ে জন্ম নিও, আমি নাহয় তোমাকে ভালোবেসে ছোঁয়ার ইচ্ছে নিয়ে আরও এক জন্ম কাটিয়ে দিব

যেই মেয়েটার দিকে অন্য কোন পুরুষ তাকালে তাকারে সেই চোখ ওপেের নিতাম আর আজ সেই মেয়েটাই আমার চেখের সামনে অন্য পুরুষের হাত ধরে হাটছে। এই কষ্টের অনুভূতি এই পাশান শহর দিতে পারবে না। রবি ঠাকুর বলেছেন'তাকে খোলা আকাশে ছেড়ে দাও, সে যদি তোমার হয়, তাহলে ঠিকই তোমার কাছে ফিরে আসবে'।😅❤️‍🩹

image
Mi piace
Commento
Condividi
Ayat Ahmed
Ayat Ahmed
2 w

-আরেকটু থাকো।
-কেন?
-তুমি যতক্ষণ থাকো ততক্ষণ ভালো থাকি...

image
Mi piace
Commento
Condividi
Ayat Ahmed
Ayat Ahmed
2 w

হয়তো এরপর আর কথা হবে না! হয়তো আর কাছে পাবোনা! হয়তো এই শেষ! হয়তো আর দেখা হবে না সেই চিরচেনা রাস্তার বাঁকে!

ব্যর্থতার তাড়নায় ও সফলতার আকাঙ্খায় অভ্যাসে পরিণত হয়ে যাওয়া মানুষটার কাছ থেকে বিদায়!

ভালোবাসা এক গহীন কারাগার! মুক্তি পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয়! তার জায়গায় টা কখনো কাউকে দিতে পারবো না! কত টা ভালোবাসি তা আমি নিজেও জানি না, তবে এইটুকু জানি তার সাথে থাকার অনেক ইচ্ছে আমার! তাকে ভুলব না কখনো! যদি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি অবশ্যই ফিরে আসবো তার কাছে! যখন শূন্যতার এই জগতে পূর্ণতা মানেই বিলাসিতা! তাই ক্ষণিকের জন্য হলেও!

"হেঁসেই না হয় মুক্তি দিলাম তাকে রবের কাছে কেঁদে চেয়েছিলাম যাকে!

তারপর মুখের হাঁসি আর রাতের ঘুম সবই হাঁরিয়ে ফেলেছি যাকে দেখে ও যার কথা শুনে আমার মনে প্রথম ভালোবাসার অনুভূতি জেগে ছিল! যার কথা শুনে শান্তি লাগতো সেই মানুষটাকেই আর দেখা হবে না! শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মুখটাই আর সেখানে থাকবে না! সুন্দর স্মৃতি হয়ে থাকা জায়গাগুলোতে সে আবারও থাকবে! কিন্তু আমার হয়তো আর থাকা হবে না! দীর্ঘ নিঃশ্বাস এসে ভর করবে! কিন্তু সেটা তাকে জানানো যাবে না! সবকিছু থেকেও খালি খালি লাগবে!
জেগে ছিল! যার কথা শুনে শান্তি লাগতো সেই মানুষটাকেই আর দেখা হবে না! শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মুখটাই আর সেখানে থাকবে না! সুন্দর স্মৃতি হয়ে থাকা জায়গাগুলোতে সে আবারও থাকবে! কিন্তু আমার হয়তো আর থাকা হবে না! দীর্ঘ নিঃশ্বাস এসে ভর করবে! কিন্তু সেটা তাকে জানানো যাবে না! সবকিছু থেকেও খালি খালি লাগবে!

কারণ হয়তোআর দেখা হবে না! হয়তো আর কথা হবে না!

আর ফেরা হবেনা এই চিরচেনা পথে..!!😅❤️‍🩹

image
Mi piace
Commento
Condividi
Mir Abs Shawon
Mir Abs Shawon
1 w

২০/১০০. মিকদাম ইবনু মা'দী কারিব (রা) থেকে মারফূ সূত্রে বর্ণিত,

"যখন তোমাদের কেউ তার (অপর মুসলিম) ভাইকে ভালোবাস, তখন সে যেন তাকে জানিয়ে দেয় যে, সে তাকে ভালোবাসে।"

- [আবু দাউদ, তিরমিযী, ইবনু হিব্বান, আস-সহীহা: ৪১৭]


২১/১০০. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেন:

"যখন তিনজন ব্যক্তি একত্রে থাকে, তখন যেন তৃতীয় জনকে রেখে দু'জন কানে কানে কথা না বলে।"

- [মুসনাদে আহমাদ, আস-সহীহা: ১৪০২]


২২/১০০. জাবির ইবনু আব্দুল্লাহ (রা) থেকে মারফূ সূত্রে বর্ণিত,

"যখন রাতের অন্ধকার ঘনিয়ে আসবে তখন বাচ্চাদের (ঘর থেকে বের হতে) বাধা দিবে। কারণ, শাইত্বান ঐ সময় ছড়িয়ে পড়ে। যখন ইশার সময় অতিক্রান্ত হয়ে যায় তখন তাদের ছেড়ে দিবে।"

-[বুখারী, আস-সহীহা: ৪০]


২৩/১০০. আবু হুরায়রা (রা) থেকে মারফূ সূত্রে বর্ণিত,

"মানুষের মধ্যে প্রিয় ঐ ব্যক্তি, যে চাওয়ার ক্ষেত্রে অক্ষমতা দেখায়। আর মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ঐ ব্যক্তি যে সালামের ক্ষেত্রে কৃপণতা দেখায়।"

- [ইবনু হিব্বান, আস-সহীহা: ৬০১]


২৪/১০০. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছেন যে,

"নিশ্চয় মানুষ এমন (কিছু) বাক্যের দ্বারা কথা বলে, এর দ্বারা সে জাহান্নামের মধ্যে এমন এক দূরত্বে পতিত হয়, যার দূরত্ব হবে পূর্ব হতে পশ্চিম পর্যন্ত।"

- [মুসনাদে আহমদ, আস-সহীহা: ৫৪০]


২৫/১০০. ইবনু আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (সা) বলেন:

"ঐ ব্যক্তি (প্রকৃত) মুমিন নয়; যে পরিতৃপ্ত থাকে আর পাশে তার প্রতিবেশী ক্ষুদার্থ থাকে।"

- [ইবনে আবী শায়বা, হাকিম, আস-সহীহা: ১৪৯

Mi piace
Commento
Condividi
Ayat Ahmed
Ayat Ahmed
2 w

মানুষ কখনোই পাহাড়ে হোঁচট খায় না। হোঁচট খায় ছোট ছোট নুড়ি পাথরে, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট-পাথরের টুকরোতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি, প্রস্তুত থাকি, কিন্তু সেই সামান্য, অবহেলিত কিছুর জন্যই পড়ে যাই।

জীবনের মতোই, সম্পর্কের পথও এমনই। একটি সম্পর্ক সেটা প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক কখনোই বড় কোনো ইস্যুতে হঠাৎ ভেঙে পড়ে না। সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অবহেলা, না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট, কিংবা সময়মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট বিষয়গুলো প্রথমে হয়তো তেমন গুরুত্ব পায় না, কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে। এক সময় আসে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান।

আমরা অনেক সময় ভাবি, "এতো ছোট একটা বিষয়, ও এতোটাই রাগ করলো কেন?" কিন্তু এই ছোট্ট বিষয়টাই হয়তো তার কাছে বড় ছিল। হয়তো সে প্রতিদিন একটু কথা বলা, একটুখানি সময় চেয়েছিল। হয়তো আপনার একটাই বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে। একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না, ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে। তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের, একটুখানি বোঝাপড়ার। সময়মতো একটি মেসেজ, ক্লান্ত দিনে এক কাপ কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি, কিংবা শুধুই মন দিয়ে শোনা তার মনের কথা এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আজীবনের বন্ধন গড়ে তোলে। সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা। তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা। একটুখানি কেয়ার, একটুখানি সম্মান, কথায় গুরুত্ব দেওয়া, অনুভূতির প্রতি স্পর্শকাতরতা এগুলিই একটি সম্পর্কের মেরুদণ্ড।

শেষ কথায় বলা যায়, সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো। প্রতিদিন সেখানে একটু করে পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা। অবহেলা করলেই তা শুকিয়ে যায়। তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয়, বরং যত্নে আলিঙ্গন করা উচিত। কেননা, জীবনের সবথেকে বড় সুখ লুকিয়ে থাকে এই ছোট ছোট খুঁটিনাটিতেই

image
Mi piace
Commento
Condividi
Ayat Ahmed
Ayat Ahmed
2 w

💗🌸

image
Mi piace
Commento
Condividi
Carica piu notizie

Unfriend

Sei sicuro di voler disapprovare?

Segnala questo utente

Modifica offerta

Aggiungi Tier.








Selezionare unimmagine
Elimina il tuo livello
Sei sicuro di voler cancellare questo livello?

Recensioni

Per vendere i tuoi contenuti e i tuoi post, inizia creando alcuni pacchetti. Monetizzazione

Pagare con il portafoglio

Avviso di pagamento

Stai per acquistare gli articoli, vuoi procedere?

Richiedere un rimborso