보다
이벤트
블로그
시장
페이지
더
🌙 ৩৪. স্বপ্নের নাও ঘুমের ভেলায় স্বপ্ন ভাসে, অচেনা শহর, অজানা পাশে। মন চায় উড়ে যেতে দূর, স্বপ্নেরা ডাকে প্রতিদিন ভোর।
🌿 ৩৩. ছোট্ট চিঠি একটা চিঠি, কিছু কথা, তোমার স্মৃতি আজও যথা। শব্দে বাঁধা ভালোবাসা, পত্রেই থাকে চিরকাল আশা।
🌸 ৩২. বইয়ের ঘ্রাণ নতুন বইয়ের ঘ্রাণে মন, ছেলেবেলার স্মৃতি রঙিন জীবন। পাঠ্য নয়, ভালোবাসা, প্রতিটি পাতায় খুঁজে যাই আশা।
🌼 ৩১. দুঃখের দিন নীরব রাতে কান্না চেপে, মনটা শুধু কাঁদে চুপে চুপে। তবুও জানি, আলো আসবে, এই অন্ধকারও একদিন হাসবে।
🌸 ২১. শিশির বিন্দু ভোরের ঘাসে শিশির পড়ে, রৌদ্র কিরণে মুক্তা ঝরে। প্রকৃতির খেলা, মনের হাসি, নতুন দিনের ভালোবাসি।
정말 친구를 끊으시겠습니까?
더 로드
항목을 구매하려고 합니다. 계속하시겠습니까?
📱 Install our app for a faster and smoother experience!