এক মুঠো স্বপ্ন দিলাম
নিজের মত গড়িয়ে নিও,
এক মুঠো স্বপ্ন দিলাম,
নিজের মত গড়িয়ে নিও;
এক মুঠো ভালোবাসা দিলাম,
যত্ন করে রেখো;
এক মুঠো কষ্ট দিলাম,
বেদনায় নীল হয়ে যেও;
এক ফুটো বৃষ্টি দিলাম,
মনটাকে ভিজিয়ে নিও;
এক মুঠো রঙ দিলাম,
পৃথিবীটাকে সাজিয়ে নিও;
এক মুঠো বাতাস দিলাম,
দীর্ঘ নি:শ্বাস নিও;
এক মুঠো রঙধনু দিলাম,
মনটাকে রাঙিয়ে নিও।
Kowsar51
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?
Kowsar51
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?