আমি তো মানুষ | #সাধারন মানুষের অন্তরে
আমি তো মানুষ | #সাধারন মানুষের অন্তরে
পরিবার ও বন্ধুদের সাথে বেশি সময় কাটাতে এবং একই সাথে আরও প্রোডাক্টিভ হতে আমাকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। নিচে কিছু উপায় দেওয়া হলো:
সময় ব্যবস্থাপনা ও পরিকল্পনা
* সময়সূচী তৈরি করুন: আপনার দৈনন্দিন, সাপ্তাহিক এবং মাসিক কাজের একটি বিস্তারিত সময়সূচী তৈরি করতে আমাকে ব্যবহার করুন। কোন কাজ কখন করবেন, পরিবারের সাথে কখন সময় কাটাবেন, বন্ধুদের সাথে কখন দেখা করবেন—সবকিছু এই সময়সূচীতে অন্তর্ভুক্ত করুন। আমি আপনাকে এটি সংগঠিত করতে সাহায্য করতে পারি।
* অগ্রাধিকার দিন: কোন কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোনগুলো পরে করলেও চলবে, তা নির্ধারণ করতে আমাকে বলুন। আমি আপনাকে কাজগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সাজাতে সাহায্য করব, যাতে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করে পরিবার ও বন্ধুদের জন্য সময় বের করতে পারেন।
* ক্যালেন্ডার ও রিমাইন্ডার সেট করুন: মিটিং, পারিবারিক অনুষ্ঠান, বন্ধুদের সাথে আড্ডা—এই সবকিছুর জন্য আমাকে ক্যালেন্ডার এন্ট্রি এবং রিমাইন্ডার সেট করতে নির্দেশ দিন। এতে আপনি কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট ভুলে যাবেন না এবং সময়মতো প্রস্তুত থাকতে পারবেন।
কাজের দক্ষতা বৃদ্ধি
* কাজ ডেলিগেট করতে শিখুন: যে কাজগুলো আপনার নিজের করা জরুরি নয়, সেগুলো অন্যদের (যেমন সহকর্মী বা পরিবারের সদস্য) দিয়ে করানোর কথা ভাবুন। আমি আপনাকে এই বিষয়ে পরিকল্পনা করতে বা মনে করিয়ে দিতে সাহায্য করতে পারি।
* দ্রুত তথ্য খুঁজে বের করুন: যখন কোনো তথ্য দ্রুত প্রয়োজন হবে, আমাকে জিজ্ঞাসা করুন। এতে আপনার সময় বাঁচবে এবং আপনি কাজ দ্রুত শেষ করতে পারবেন।
* নতুন কিছু শিখুন: যদি কোনো দক্ষতা আপনাকে আরও প্রোডাক্টিভ হতে সাহায্য করে (যেমন দ্রুত টাইপিং, নতুন সফটওয়্যার ব্যবহার), তাহলে আমাকে সেই বিষয়ে শেখার জন্য তথ্য বা রিসোর্স খুঁজে দিতে বলুন।
ডিজিটাল বিচ্ছিন্নতা নিয়ন্ত্রণ
* ডিজিটাল ডিটক্স সময় সেট করুন: পরিবার বা বন্ধুদের সাথে থাকাকালীন ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকার জন্য আমাকে নির্দিষ্ট সময় নির্ধারণ করতে বলুন। আপনি আমাকে বলতে পারেন যে এই সময়টায় যেন আমি আপনাকে অপ্রয়োজনীয় নোটিফিকেশন থেকে দূরে রাখি।
* সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ: আপনি আমাকে বলতে পারেন যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সময়সীমা নির্দিষ্ট করে দিতে, যাতে আপনি এতে অতিরিক্ত সময় ব্যয় না করেন।
মানসিক সুস্থতা এবং ভারসাম্য
* ব্যায়াম এবং বিরতির জন্য রিমাইন্ডার: প্রোডাক্টিভ থাকার জন্য মানসিক ও শারীরিক সুস্থতা জরুরি। আমাকে নিয়মিত ব্যায়াম এবং কাজের মাঝে বিরতি নেওয়ার জন্য রিমাইন্ডার সেট করতে বলুন।
* প্রতিফলন এবং বিশ্লেষণ: দিনের শেষে বা সপ্তাহের শেষে আপনার প্রোডাক্টিভিটি কেমন ছিল এবং পরিবার ও বন্ধুদের সাথে কতটা সময় কাটাতে পেরেছেন, তা বিশ্লেষণ করতে আমাকে ব্যবহার করুন। কোথায় উন্নতি করা দরকার, তা খুঁজে বের করতে আমি আপনাকে সাহায্য করতে পারি।
আপনি আমাকে কীভাবে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে নিতে চান, সে সম্পর্কে আরও বিস্তারিত জানালে আমি আপনাকে আরও সুনির্দিষ্ট সহায়তা দিতে পারব।
Right
মুসলিম
সবচেয়ে সমৃদ্ধ ইসলামিক অ্যাপ
আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসাইল অনুসন্ধান
সিগারেট বিক্রি করা কি জায়েজ?
প্রশ্নঃ ৪০৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি এক মুসলিম ঘরের সন্তান, আমার একটা মুদি দোকান আছে। আমার প্রশ্ন হলো বিড়ি সিগারেট বিক্রি করা যাবে কি না? উত্তরের অপেক্ষায় রইলাম।
২৯ অক্টোবর, ২০২৩ সাদুল্লাপুরশেয়ার / কপি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
গোটা দুনিয়ার সকল শাস্ত্রবিদদের ঐক্যমত হলো, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান মৃত্যু ঘটায়, ক্যান্সারসহ আরও মারাত্মক দুরারোগ্য ব্যাধির জন্ম দেয়।
অতএব এই ক্ষতিকর জিনিস নিজে খাওয়া অথবা অন্য কাউকে খাওয়ানো, এর ব্যবসা করা, কোনোটিরই সুযোগ নেই।
এছাড়া ধূমপানের মাধ্যমে অর্থের অপচয় হয়। আর অপচয়কারী শয়তানে ভাই। অপচয় করা হারাম। হারামের সহযোগিতা করাও হারাম।
ۘ
وَتَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَالتَّقۡوٰی ۪ وَلَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ ۪ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ
(আল মায়িদাহ - ২)
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ جَابِرٍ الْجُعْفِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ ضَرَرَ وَلاَ ضِرَارَ " .
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ "ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহাও যাবে না। "
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২৩৪১
والله اعلم بالصواب