রহস্য মই দীঘি
আমাদের গ্রাম এ একটা দীঘি ছিলো। সবাই সেখানে গোসল করতো সবাই তাঁদের সকল যাবতীয় কাজ আরকি থালা বাসন ধোঁয়া থেকে সব ই করতো। একদিন দুটো বাচ্চা দিঘিতে গোসল করতে গেল হঠাৎ তারা দেখতে ডুবে গেল তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তারপর সবাই তাদের অনেক খুঁজলো কিন্তু কেউ তাদের খুঁজে পেল না। দিতে জাল ফেলা হলো তাদেরকে খোঁজার জন্য কিন্তু তাও তাদের খুঁজে পাওয়া গেল না। ডুবড়ি ডাকা হল ডুবোরি রাও তাদের খুঁজে পেল না । তাদের পরিবারের লোকেরা তাদের খোঁজার জন্য খুব চেষ্টা করেছিল কিন্তু তাদের কেউ খুঁজে পায়নি
। সাত দিন পর তাদের মৃত লাশ দিঘিতে ভেসে ওঠে। তখন সেখানে লোকেরা বুঝতে পারে দীঘিতে কিছু আছে। তারপর থেকে সেই দীঘিতে আর কেউ নামতো না। যারা সাহস করে এই দীঘিতে নামার চেষ্টা করেছিল তাদেরকেও আর খুঁজে পাওয়া যায়নি। অনেকদিন পর গ্রামের চেয়ারম্যান এর বাড়িতে একদল লোক শহর থেকে বেড়াতে এলো। তাদের মধ্যে ছোট বাচ্চাটির নাম ছিল মাসুদ। সেই প্রায়ই স্বপ্ন দেখত দেখিতে কেউ তাকে ডাকছে এবং তাকে সেদিকেতে নামার জন্য বলছে। তারপর সেই সেই দিকেতে নামলো সে ডুবে গেল চেয়ারম্যান অনেক খোঁজার চেষ্টা করল কিন্তু তাকে পেল না। চেয়ারম্যান বলল জাল নিয়ে এসো জাল ফেলা হবে। এমন করতে করতে যখন তাকে খুঁজে পাওয়া গেল না তখন গ্রামের লোকেরা বলল এখানে জাল ফেলে কিছু হবে না কোন হুজুরকে ডাকার জন্য। দাও থাকে ডাকার জন্য বলল। তারপর.............. নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসে নেক্সপার্ট পাওয়ার জন্য এখানে চোখ রাখুন।
Md shazedul Karim
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?