অন্তবর্তী সরকার ড. ইউনুছ স্যার সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে সর্বপ্রথম PR পদ্ধতিতে নির্বাচন চাই. পিআর পদ্ধতিতে নির্বাচন, হলে জালভোট অনেক অংশেই কমে যাবে. ভোট কেন্দ্র দখল করে ইচ্ছা মতন ছিল মারা বন্দ হবে. তারপর ভোট কেন্দ্রের ভিতরে বাহিরে সিসি ক্যামেরা ফিটিং করতে হবে. সেনাবাহিনীর অধিনে নির্বাচন হতে হবে. এইসব পদক্ষেপ নিতে পারলে নির্বাচন সুষ্ঠু হবার সম্ভবনা বেশি. এবং খুব দ্রুত সেনাবাহিনী মাঠে নামিয়ে দিন. কারণ অনেক জায়গাতে রাজনীতি দলগুলোর মধ্যে মারামারি শুরু হয়ে গেছে. একদল আরেক দলকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছি আবার অন্যদল কারো খুন করে ফেলছে. তাই অনুরোধ সেনাবাহিনী অভিযান বারিয়ে দিন. দেশের জনজাল শেষ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে তারপর জাতীয় নির্বাচন দিন. প্রয়োজনে আপনি আরো ৫বছর ক্ষমতায় থাকুন আগে দেশ থেকে নরদমার কৃট শেষ করুন. অনুরোধ করলাম গরিব মানুষ আমি অধম রাজমিস্ত্রি
বাংলাদেশের ছেলেরা Ai দিয়ে মেয়েদের নোংরা ছবি ও ভিডিও বানায় অন্য দিকে চীনের ছেলেরা
👉 চীনের নদী পাহাড়া দিচ্ছে AI মাছ
ভাবুন তো, নদীর পানির নিচে সাঁতরে বেড়াচ্ছে ছোট ছোট মাছ। কিন্তু ওগুলো আসলে মাছ নয়—রোবট! চীনে শুরু হয়েছে এক প্রযুক্তিগত বিপ্লব যেখানে বায়োনিক মাছ ব্যবহার করে বিশুদ্ধ করা হচ্ছে নদীর দূষিত পানি।
এই ছোট রোবট মাছগুলো দেখতে একদম আসল মাছের মতো। এগুলো বানিয়েছে চীনের উহান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। দৈর্ঘ্যে প্রায় ৫৩ সেন্টিমিটার, মাথা ও লেজে রয়েছে দুটি চলনক্ষম জয়েন্ট। এদের চলাফেরা, সাঁতার কাটা একেবারে জীবন্ত মাছের মতো। কিন্তু সবচেয়ে বিস্ময়কর দিক হলো, এরা কাজ করছে চীনের দীর্ঘতম নদী Yangtze River-এ পানির মান বিশ্লেষণ এবং দূষণ নিয়ন্ত্রণে।
এই বায়োনিক মাছগুলোর ভিতরে আছে স্মার্ট সেন্সর, LED আলো এবং AI সিস্টেম। তারা পানির pH, তাপমাত্রা, দ্রবীভূত অক্সিজেন, এমনকি রাসায়নিক দূষণের উপস্থিতি শনাক্ত করতে পারে। তারা পানির গভীরে গিয়ে নিজে থেকেই খুঁজে বের করে কোথায় দূষণ বেশি, কোথায় পানির মান খারাপ। তারপর সেই তথ্য পাঠিয়ে দেয় রিয়েল টাইমে গবেষকদের কাছে, যেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়।
On fire !!! 🇧🇩❤️💥🔥
instagram.com/jamal_ontheroad
#bangladesh #nationalteam #women #jb6