বন্ধু মানে শুধু পাশে থাকা নয়,
কষ্টের রাতে চোখের জলটাও চুপচাপ মুছে দেওয়া।
হাজারো ভিড়েও যেই একটা মুখ খুঁজে পাই,
সে-ই আমার বন্ধু, আমার আপন ছায়া।
জীবনের পথে যখন হারিয়ে যাই,
বন্ধুরা বলে—‘চিন্তা করিস না, আমরাও তোর সাথেই যাই।’
তারা শুধু কথা নয়, ভালোবাসার স্পর্শ,
যারা দূরে থাকলেও মনে জেগে থাকে এক আশার রেখা।
এই জীবনে সব হারালেও একটাই চাওয়া,
বন্ধু যেন কখনো না হারিয়ে যায়,
তুই যেন থাকিস, আমার গল্পের সবচেয়ে সুন্দর জায়গাটা হয়ে..."
☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️❤️❤️❤️❤️❤️❤️❤️
Read
যদি পালিয়ে বিয়ে করেন বিয়ের খবরটা বাসায় কীভাবে দেবেন ? -____🤔🤔
আসুন জেনেনি-__☺️☺️
প্রথমে একজনকে দিয়ে বাসায় ফোন করাবেন-__🙄🙄
সে ফোনে করে বলবে— 🙂🙂
এইমাত্র খবর এসেছে আপনার ছেলে রোড একসিডেন্ট করছে-__🥺🥺
তার গায়ের উপর দিয়ে একটা ট্রাক চলে গেছে,সে কত নং ওয়ার্ডে, আছে এক্ষুণি আপনাকে জানাচ্ছি–😌😌
ফোন টা দয়া করে খোলা রাখবেন,এই বলেই খট করে ফোন রেখে দিতে হবে-_🙄🙄
বাসায় শুরু হবে কান্নাকাটি -_😭😭
আধঘণ্টা পর ফোন করে জানাতে হবে সংবাদটা ভুল ছিল-__😄😄
আসলে আপনার ছেলের কিছুই হয়নি সে কাজী অফিসে গিয়ে থার্ড ক্লাস টাইপের এক মেয়েকে বিয়ে করেছে-__🤣🤣
মৃত্যু সংবাদের পরে এই ধরনের সংবাদে সবাই আনন্দে অভিভূত হবে-__😁🥴
বাবা-মা দুজনই গদগদ গলায় বলবেন–যাকে বিয়ে করেছিস তাকে নিয়ে এক্ষুণি বাসায় আয়-__🥰🥰
তুই যে বেঁচে আছিস এতেই আমরা খুশি-__😊😁
Trash Queen
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?
Md Jony
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?
Saymon Ahmed
ব্রাজিল (০)-(০) ইকুয়েডর..!!
_ ম্যাচ ড্র ⚽⚽
এই অগোছালো টিম কে গুছিয়ে নিবে কার্লো দেখে নিও সময় দাও সব ঠিক হয়ে যাবে আশা করি।💥🇧🇷
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?