৯০.
بِئْسَمَا ٱشْتَرَوْا۟ بِهِۦٓ أَنفُسَهُمْ أَن يَكْفُرُوا۟ بِمَآ أَنزَلَ ٱللَّهُ بَغْيًۭا أَن يُنَزِّلَ ٱللَّهُ مِن فَضْلِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ فَبَآءُو بِغَضَبٍ عَلَىٰ غَضَبٍۢ ۚ وَلِلْكَـٰفِرِينَ عَذَابٌۭ مُّهِينٌۭ
তারা নিজেদের প্রাণের কী মন্দ বিনিময় করল—তারা তা অস্বীকার করল, যা আল্লাহ নাজিল করেছেন, শুধুমাত্র এই কারণে যে, আল্লাহ তাঁর অনুগ্রহ যাকে ইচ্ছা দিয়েছেন তাঁর বান্দাদের মধ্য থেকে। ফলে তারা ক্রোধের ওপর আরও একটি ক্রোধের শিকার হলো। আর কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।
-- সুরা আল-বাকারা (আয়াত ৯০ )