নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাথার উপর আম গাছের ছায়া, আর সামনে সোনালি ধানের ক্ষেত—এই ছবিটা যেন প্রকৃতির এক নিঃশব্দ কবিতা। গ্রাম বাংলার এই দৃশ্য মনে করিয়ে দেয় শান্তি, সরলতা আর প্রকৃতির কাছাকাছি থাকার অপরিসীম সুখ। 🌾🌤️🍃 #গ্রামবাংলা #প্রকৃতি #শান্তিময়_দৃশ্য
"সবুজে ঘেরা বাংলার প্রকৃতি 🌾🌿
সকালবেলার শান্ত এই দৃশ্য মনকে করে প্রশান্ত। চারপাশে গাছের ছায়া, মাঝখানে বিস্তীর্ণ ধানক্ষেত—প্রকৃতির নিঃশব্দ গান যেন শোনা যায়! এমন মায়াবী পরিবেশেই লুকিয়ে থাকে আমাদের গ্রামের আসল সৌন্দর্য। 💚🌥️
#বাংলার_প্রকৃতি #গ্রামীন_বাংলা #
কালিমায় তাওহীদ: হে মহান আল্লাহ তুমি ছাড়া অন্য কোন উপাসনেই তুমি একক তোমার দ্বিতীয় আর কেউ নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মুত্তাকীদের অগ্রগামী ইমাম আর এর সমগ্র বিশ্ব প্রতিপালকের পক্ষ হতে প্রেরিত রাসুল।
কালিমায়ে তামজিদ এর অর্থ: হে আল্লাহ! একমাত্র তুমি ছাড়া অন্য কোন উপাস্য নেই সেও নূরের দ্বারা যাকে ইচ্ছা তিনি হেদায়া দান করে থাকেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল এবং সমস্ত রাসূলগণের অগ্রগামী সর্বশেষ নবী