তোমার আকাশ ধরার শখ আমার সমুদ্দুরে চোখ
আমি কি আর দেবো বলো তোমার শুধু ই ভালো হোক
তোমার ভোলা ভালা হাসি আমার বুকের ভেতর ঝর
তুমি চলতি ট্রেনের হাওয়া আমি কাপি থরথর
তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায়
আমি কি এক ঘোরে থাকি ছিল কত কথা বাকি
তোমার গোপন সবি রয় আমার আপন মনে হয়
আমি ভোরের ঝড়া পাতা আমার মরার কীসের ভয় ☺️☺️

إعجاب
علق
شارك