আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। মানুষ জাতি সৃষ্টি করার পূর্বে আল্লাহ জ্বীন জাতি সৃষ্টি করেছিল। জিন জাতি অনেক বিশৃঙ্খলা করত। তাই আল্লাহ যখন ফেরেশতাদেরকে জানালেন যে তিনি মানুষ সৃষ্টি করবেন, তখন ফেরেশতারা আল্লাহকে বলেছিলে আমরা তো আছি আপনার ইবাদত করার জন্য, কেন আবার মানুষ সৃষ্টি করতে হবে তারাও জিন জাতির মত বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তখন আল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্যে বলেন "নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না "।