৮৩.
وَإِذْ أَخَذْنَا مِيثَـٰقَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا ٱللَّهَ ۖ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَـٰنًۭا وَذِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينِ وَقُولُوا۟ لِلنَّاسِ حُسْنًۭا وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ ۗ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًۭا مِّنكُمْ وَأَنتُم مُّعْرِضُونَ
স্মরণ কর, আমি বনী ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম—তোমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করো না; বাবা-মায়ের প্রতি সদ্ব্যবহার করো, আত্মীয়স্বজন, এতিম ও মিসকিনদের সাথেও সদাচরণ করো; মানুষের সঙ্গে উত্তম কথা বলো, সালাত কায়েম করো ও যাকাত দাও। এরপর অল্প কিছু লোক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে এবং তোমরা মুখ ফিরিয়ে চলছ।
-- সুরা আল-বাকারা (আয়াত ৮৩ )