#how are you everyone ❤️🥰
#গল্প "রাতপাখির ডানা"
পর্ব ১: চিঠির সন্ধান
রাতের অন্ধকারে ঝিম ধরা শহরের মাঝখানে, তৃষা পায়ে হেঁটে চলেছে পুরনো ডাকঘরের দিকে। তার হাতে এক পুরনো খাম, ওপরে লেখা – “তৃষা, যখন একা লাগবে”। খামের মধ্যে কী আছে, জানা নেই। মা মারা যাওয়ার পর এই চিঠি পেয়েছিল সে। কে পাঠিয়েছে, কেন – এসব প্রশ্ন জ্বলছে তার ভেতর। ডাকে ঘরের সামনে পৌঁছে সে থমকে দাঁড়ায়। পুরনো দরজাটা একটু খোলা। ভেতরে আলো জ্বলছে।