শেখার আগ্রহ
এক গ্রামে ছোট্ট মেয়ে রিনা থাকত। সে খুব চঞ্চল, কিন্তু পড়াশোনায় মন দিত না। তার মা বারবার বলত,
— পড়াশোনা করো, জ্ঞানই তোমার প্রকৃত বন্ধু।
রিনা কথা শোনেনি, খেলতে বেশি ভালোবাসত। একদিন সে বনের পাশে গিয়ে এক বুড়ো পন্ডিতকে দেখল বই পড়ে। সে কাছে গিয়ে বলল,
— দাদা, বই পড়ে কী হয়?
পন্ডিত হাসে বলল,
— বই পড়লে তুমি নানা জগত দেখতে পারো, নতুন নতুন জ্ঞান পাবে।
রিনা ফিরে এসে ঠিক করল, পড়াশোনা করবে। ধীরে ধীরে সে ভালো নাম করবে।
গ্রামে তার নাম হলো ‘জ্ঞানী রিনা’।
শিক্ষা:
জ্ঞান অর্জনের জন্য আগ্রহই সবচেয়ে বড় সম্পদ।
#sifat10