তোমাকে বলা হয়নি আমি গোপনে তোমার জন্য বুকের ভেতর কত কথা জমিয়েছি!একটা অদৃশ্য ভয় আমার সম্ভবত, তোমাকে হারিয়ে ফেলার ভয়।সেই ভয় আমাকে এমনভাবে তাড়া করলো, যে তোমাকে আর বলাই হয়ে ওঠেনি বুকের ভেতর জড়ো করা সেইসব কথা!আমি চেষ্টা করেছি। কিন্তু সময় খুব দ্রুত ফুরায় জানতাম, আমারও ফুরিয়েছে। আমি শুধু ভেবেছি তুমি সব বুঝবে! খোলা বইয়ের মতো তুমি পড়ে ফেলবে আমায়।আমার চোখের মাঝের রহস্য তুমি জেনে নিবে চুপিসারে। আমার দুই ঠোঁটের মাঝে এসে আটকে থাকা অব্যক্ত কথাগুলো বোধহয় শুনে ফেলবে কান পেতে,তুমি ধরে ফেলবে কেনো রোজ বিষণ্নতা হাতে পায়ে মেখে জীবনের দিকে এগিয়ে যাই আমি। কিন্তু আমি ভুল ছিলাম। আমার জানা ছিলো না সবাই মানুষ পড়তে পারে না।মানুষ তো আর খোলা বই নয়।আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে, যে তুমি তো মানুষ, খোদা না!গোপন আর্তনাদের ভাষা কেবল খোদা শুনেছেন।মানুষ কখনো শুনতে পায়নি। তোমাকে প্রতি মুহূর্তে কী গভীরভাবে খোদার কাছে চেয়েছি গোপন প্রার্থনায়, তা তো কেবল খোদাই জানে🥺🫶
tamimahmod123
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟