৫৬.
ثُمَّ بَعَثْنَـٰكُم مِّنۢ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
তারপর আমি তোমাদের মৃত্যুর পর পুনর্জীবিত করেছিলাম, যেন তোমরা কৃতজ্ঞ হও।
৫৭.
وَظَلَّلْنَا عَلَيْكُمُ ٱلْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ ٱلْمَنَّ وَٱلسَّلْوَىٰ ۖ كُلُوا۟ مِن طَيِّبَـٰتِ مَا رَزَقْنَـٰكُمْ ۚ وَمَا ظَلَمُونَا وَلَـٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
আমি তোমাদের ওপর ছায়া দিয়েছিলাম মেঘমালা দ্বারা এবং তোমাদের ওপর মান্না ও সালওয়া বর্ষণ করেছিলাম। বলেছিলাম, “তোমরা যা দিয়েছি তা উত্তমভাবে খাও।” কিন্তু তারা আমার প্রতি জুলুম করেনি, বরং নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে।
-- সুরা আল-বাকারা (আয়াত ৫৬-৫৭ )