আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে।কবিতার বই সব খুলেছি মাতাল হাওয়ায় মন ভিজেছে।জানালার পাশে চাপা মাধুরি বাগান বিলাসী মন খুলেছে।তুমি বশে আছ একা একা।দূরে কোথাও আছি বসে হাত দুটো দাও বারিয়ে বিরহ ছুতে চায় মনের দুয়ার দু চোখ নিরবাক আসো না ছুটে। তুমি এলে রং্ধনু রঙ ডেলে দেয় তুমি এলে মেঘেরা ব্রিস্টি ছডায়
पसंद करना
टिप्पणी
शेयर करना
Ayesha afrin Runa
দারুণ পোস্ট! সবসময় আপনার চিন্তা-ভাবনা আর উপস্থাপন ভীষণ ভালো লাগে। এমন পজিটিভ ভাবে পেয়ে সত্যিই ভালো লাগছে। আরও শেয়ার করেন, আমরা অপেক্ষায় থাকব! অনলাইন ইনকাম নিয়ে আপনার লেখাগুলো অনেককে অনুপ্রাণিত করছে। বাস্তবে এখন অনেকেই ঘরে বসে কাজ করে নতুন পথ তৈরি করছে। আপনার মত করে যদি সবাই ইতিবাচক অভিজ্ঞতা ও আইডিয়া শেয়ার করে, তাহলে অনেক তরুণ-তরুণী দিশা খুঁজে পাবে। শুধু আয়ের চিন্তা নয়, বরং সঠিকভাবে কাজ শেখা ও ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার গুরুত্ব বোঝানোও খুব দরকার। আপনার প্রতিটি পোস্টে সেই শিক্ষা পাওয়া যায়, যা সত্যিই প্রশংসনীয়। অনেক অনেক শুভকামনা রইল সামনের দিনগুলোতে ভালো কিছু করুন ।।ধন্যবাদ। 💥❤️❤️❤️💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
·Reply·
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?