মানুষত্ববোধ হারায়ে গেছে-
আমরা হব ধ্বংস-তবেই সৃষ্টির মিছিলে-জড়িয়ে নিতে পারব নিজেকে,
অন্যায় অত্যচারের বন্যায় ভাসছে মানব সভ্যতার বিচারিত জনপদ গুলি।
ধ্বংস হোক মানুষের ভিতরে বসত করা আত্বকেন্দ্রিকতার গোপন বিষ-
আমাদের সমজটা আজ বিষের বিষাক্ত ছোবলে-নীল বর্ণ ধারণ করেছে।
এসো না আপন মানুষত্ববোধ জাগ্রত করে-মানবতায় বিলাই ক্ষণ জীবন-
তব হয়তবা অনন্ত যাত্রার সহজ সরল পথটা খোদাই সুন্দরম করে দেবেন॥
জীবন অনন্য সুন্দর-চলার পথের প্রতিটি পদক্ষেপ কিন্তু কাঁটা ভরা কংকরময়,
আমরা কজনা আপন হৃদয়কে কালিমা মুক্ত রেখে বিলাতে পারি ক্ষন জীবন।
শিরায় উপশিরায় রক্ত কনিকা গুলোতে আজ ইবলিশ শয়তান বাসা বেঁধেছে-
তাইত জ্ঞান বিজ্ঞানে মানব সভ্যতা সর্বোচ্চ শিখরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে,
কিন্তু মানবিকতায় স্বর্ব নিম্নস্তরে পৌঁছে-জংগলের পশুদের কেও হারিয়ে দিচ্ছে।
ভাবনার বাতায়নে দোলা দিয়ে জাগ্রত করে তোল আপন হৃদয়ের মানুষত্ববোধ।
hanif ahmed Romeo
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟