মূলত এই সেভিস নিবন্ধনের মাধ্যমেই বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়ালেখা করার অনুমোদন পেয়ে থাকে।
ইতোমধ্যে ট্রাম্প সরকারের কিছু শাস্তিমূলক উদ্যোগের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে হার্ভার্ড। বিশ্ববিদ্যালয়টি ট্রাম্পের সর্বশেষ এই পদক্ষেপকে 'বেআইনি' বলে অভিহিত করে।
এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি জানায়, 'আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষাবিদরা যাতে কোনো বাধা ছাড়াই হার্ভার্ডে আসা অব্যাহত রাখতে পারে, তা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।'
শিক্ষার্থীদের নির্দেশনা ও সমর্থন জোগানোর বিষয়টিও জানিয়েছে হার্ভার্ড।
Мне нравится
Комментарий
Перепост