31 میں ·ترجمہ کریں۔

আয়ারল্যান্ডের র‍্যাপ ব্যান্ড নিক্যাপের গায়কের বিরুদ্ধে 'সন্ত্রাসবাদের' অভিযোগ আনা হয়েছে। লন্ডনের এক কনসার্টে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর পতাকা ওড়ানোয় এই অভিযোগ আনা হয়েছে।

গতকাল বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ও বিবিসি এই তথ্য জানিয়েছে।

২০২৪ সালের নভেম্বরে ওই কনসার্টটি অনুষ্ঠিত হয়।

গত ১৮ জুন লন্ডনের ওয়েস্টমিনস্টার শহরের ম্যাজিস্ট্রেট কোর্টে নিক্যাপের সদস্য লিয়াম ও'হ্যানাকে (২৭) হাজির করা হবে। তিনি সংগীতাঙ্গনে মো শারা নামে পরিচিত।

ব্রিটিশ পুলিশ জানিয়েছে, মো শারা'র বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে মামলা ও অভিযোগ গঠন করা হয়েছে।