31 ב ·תרגם

মূলত গায়ক মো শারার মুখেই শোনা যায় এ কথাগুলো।

চলতি মাসের শুরুতে নতুন করে নজরদারিতে পড়ে নিক্যাপ। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা জানায়, তারা যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে ওই ব্যান্ডের করা মন্তব্যের বিষয়টি নিয়ে তদন্ত পরিচালনা করবে।

২০২৪ সালের এক কনসার্টের ভিডিও ফুটেজে দেখা যায় ব্যান্ডের এক সদস্য বলছেন, 'শুধু মৃত টোরিরাই ভালো টোরি। আপনার স্থানীয় এমপিকে হত্যা করুন।'

উল্লেখ্য, যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টিকে স্থানীয়ভাবে 'টোরি পার্টি' বলে ডাকা হয়।

২০২৩ সালের কনসার্টের ফুটেজে দেখা যায় ব্যান্ডের এক সদস্য চিৎকার করে বলছেন, 'জেগে ওঠো হামাস, জেগে ওঠো হিজবুল্লাহ'।

যুক্তরাজ্য হামাস ও হিজবুল্লাহকে তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।