49 میں ·ترجمہ کریں۔

আসহাবে কাহাফের যুবকদের সাথে থাকা 'কুকুর' থেকে দশটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিচে তুলে ধরা হলো :

১। আসহাবে কাহাফের গুহার বাইরে কুকুরের অবস্থান থেকে শিক্ষা হচ্ছে, কুকুরের ছবি হোক কিংবা জীবিত কুকুর হোক তাকে ঘরে রাখা যাবে না। এছাড়া, রাসূল (সাঃ) বলেছেন, যে ঘরে কুকুরের ছবি থাকে সে ঘরে (রহমতের) ফেরেশতারা প্রবেশ করেন না। ফলে ঘরে রহমতের ফেরেশতাদের অবস্থান চাইলে আমরা যেন কোনোভাবেই কুকুরের ছবিও ঘরের মধ্যে না রাখি।

২। তাফসীর থেকে জানা যায়, সেই যুবকদের মধ্যে একজনের পালিত একটি কুকুর ছিল।যদিও সে কুকুরটিকে সাথে নিতে চায় নি তবুও কুকুরটি তাদের পেছনে পেছনে ছুটেছে। এর মানে হচ্ছে কুকুরটি তার মালিকের দুর্দিনে মালিকের পাশে থেকে মালিকের প্রতি কৃতজ্ঞ আচরণ করলো। এখান থেকে শিক্ষা হচ্ছে, একটি কুকুর যদি তার মালিকের প্রতি কৃতজ্ঞ আচরণ করতে পারে তবে আমরা আল্লাহর এত এত নিয়ামত পেয়েও কি আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর সাথে কৃতজ্ঞ আচরণ করছি?

৩। মানুষের কাছে নিকৃষ্ট প্রাণী হিসেবে পরিচিত সামান্য একটি কুকুর যদি তাওহীদবাদী মানুষের পক্ষ অবলম্বন করতে পারে তবে মানুষ কীভাবে কুফরীর পক্ষে থাকতে পারে?

৪। একটি অবলা কুকুরও যদি আল্লাহ পাককে চিনতে পারে, আল্লাহর একত্ববাদ বুঝতে পারে, মানুষ কীভাবে বিবেকসম্পন্ন হওয়ার পরও এমনকি তার হাতে দলিল-প্রমাণ থাকার পরও আল্লাহকে চিনতে পারে না, তাঁর একত্ববাদ বুঝতে পারে না?

৫। অবুঝ একটি কুকুর যদি শিরকী পরিবেশ বর্জন করতে পারে তবে মানুষ কীভাবে বুঝবান হয়েও শিরকী কাজে যুক্ত হতে পারে? কীভাবে অমুসলিমদের ধর্মীয় উৎসবের মতো শিরকী অনুষ্ঠানে অনায়াসে যোগদান করে আনন্দ ফূর্তি করতে পারে?

৬। একটি কুকুর যদি নিকৃষ্ট প্রাণী হিসেবে পরিচিত থাকার পরও ভালো মানুষকে চিনতে পারে, ভালো মানুষের সোহবতে যেতে পারে, আল্লাহওয়ালাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে তবে মানুষ কীভাবে শ্রেষ্ঠত্বের মর্যাদা পাওয়ার পরও ভালো মানুষদের চিনতে পারে না, আল্লাহওয়ালাদের সোহবতে যেতে পারে না? কীভাবে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না?

৭। একটি কুকুর যদি আল্লাহওয়ালাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে তবে মানুষ কীভাবে আল্লাহওয়ালাদের আতঙ্কের ও নিরাপত্তাহীনতার কারণ হয়?

৮। নগন্য একটি কুকুর যদি আল্লাহওয়ালাদের সম্মান করতে জানে তবে মানুষ কীভাবে মর্যাদাবান হওয়ার পরও তাদেরকে অসম্মান করতে পারে, তাদের যথাযথ সম্মান দিতে না পারে?

৯। আল্লাহওয়ালাদের সাথে যারা চলাফেরা করেন, সোহবতে থাকেন তাদের সম্মান আল্লাহ তা'য়ালা আল্লাহওয়ালাদের খাতিরে আরও বাড়িয়ে দেন। আসহাবে কাহাফের ঈমানদীপ্ত যুবকদের সাথে সামান্য একটি কুকুর থাকার জন্য আল্লাহ তা'য়ালা সেই কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীর কথা কুরআনে উল্লেখ করে তার মর্যাদা বাড়িয়ে দিলেন। সুবহানআল্লাহ। এখন যদি আল্লাহর ঈমানদার বান্দাদের সাথে থাকার কারণে সাধারণ একটি কুকুরের এই অবস্থা হয় তাহলে মানুষের ক্ষেত্রে মর্যাদা কোন লেভেলের হবে তা কি আমরা একটুও ভাবছি?

১০। আসহাবে কাহাফের ঘটনায় চার-চারবার কুকুরের কথা উল্লেখ থেকে বোঝা যায়, সত্যবিমুখ ও দ্বীনের শত্রুদের তুলনায় সত্য দ্বীনের সাহায্য এগিয়ে আসা কুকুরও অনেক উত্তম।

|| সূরা আল কাহাফে 'কুকুর' চরিত্র থেকে দশটি শিক্ষা ||


#সূরাআলকাহাফ
#শিক্ষা
#কুকুর

image
5 گھنٹے ·ترجمہ کریں۔
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
6 گھنٹے ·ترجمہ کریں۔

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 گھنٹے ·ترجمہ کریں۔

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 گھنٹے ·ترجمہ کریں۔

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 گھنٹے ·ترجمہ کریں۔

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।