প্রতিদিন অ্যাফিলিয়েট মার্কেটিং করেঃ বর্তমানে প্রচুর এফিলিয়েট ওয়েবসাইট রয়েছে। যেগুলোতে প্রতিদিনের ইনকাম প্রতিদিন উইথড্র করা যায়। আপনি সেই ওয়েবসাইট গুলোতে কাজ করুন। অ্যাফিলিয়েট করে প্রতিদিন ১০০০ টাকারও বেশি ইনকাম করতে পারবেন। এরমধ্যে Amazon, Werecutter, SafeWise, Rudel.me, Modern Castle, Everyday carry, এই ওয়েবসাইট গুলোতে কাজ করে দিনের ইনকাম প্রতিদিন নিতে পারবেন।
প্রতিদিন কনটেন্ট রাইটিংঃ বর্তমানে কনটেন্ট রাইটিং এর প্রচুর চাহিদা রয়েছে। নিউজ লিখে, আর্টিকেল লিখে, বিভিন্ন ওয়েব সাইটের নিউজ লিখে প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইট গুলোতে কনটেন্ট লিখে টাকা ইনকাম করা যায়। আপনি চাইলে সে ওয়েবসাইটে প্রতিদিন কনটেন্ট লিখে প্রতিদিনের টাকা প্রতিদিন নিতে পারবেন। আপনি চাইলে StudyKoro, Priyo bangla, Techtunes, WriterAccess, SEO Butler, এই সাইট গুলোতে প্রতিদিন কনটেন্ট রাইটিং করে ১০০০ টাকা ইনকাম করতে পারবেন।
গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমেঃ মার্কেটে গ্রাফিক্স ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে। গ্রাফিক্স ডিজাইনের কাজ করে প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন নেওয়া যায়। ডিজাইনের কাজে গ্রাফিক্সের ফটো কোয়ালিটির ওপর পারিশ্রমিক নির্ধারণ করা হয়। এতে একটি ফটোতে ১লক্ষ অথবা এক হাজার টাকাও হতে পারে। তাই আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন করে প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করতে পারবেন। ফাইবার, আপ ওয়ার্ক, freelancer.কম এই ওয়েবসাইটগুলোতে আপনি বায়ারের এর কাছে থেকে গ্রাফিক্স ডিজাইনের কাজ নিতে পারবেন।
hanif ahmed Romeo
সূর্যের আলোর মতো তোমার হাসি আমার দিনগুলোকে ঝলমলে করে তোলে। আমার পৃথিবী থেকে সরিয়ে দেয় সকল আধার।
💖❖💖❖💖
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?