31 میں ·ترجمہ کریں۔

ভূমিকাঃ
আর্টিকেল বলতে বিভিন্ন সাইটে নিউজ অথবা বিভিন্ন বিষয়ে লেখালেখি করা। যেমন প্রথম আলো যে খবরগুলো লিখে প্রকাশ করেন অথবা অন্যান্য সাইটে যে বিষয়গুলো লিখে প্রকাশ করা হয় সে প্রকাশকৃত বিষয়গুলোকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল ইংরেজি ও বাংলা যে কোন ভাষার হতে পারে। অন্যান্য আর্টিকেলের চাইতে বাংলা আর্টিকেল লিখে টাকা আয় করা সহজ।

অনেক শিক্ষিত বেকার শিক্ষার্থী এবং যুবকেরা আর্টিকেল লেখার জব করছেন। আবার অনেকে তাদের নিজের ওয়েবসাইটে আর্টিকেল লিখে ইনকাম করছেন। আপনিও চাইলে আর্টিকেল লিখে প্রতিমাসে ২৫ হাজার বা তারও বেশি টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে আপনি প্রতিমাসে আর্টিকেল লিখে টাকা ইনকাম করবেন সে বিষয়ে একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর্টিকেল লিখে আয় সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।
বাংলা আর্টিকেল রাইটিং জব
হাজারও ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইট গুলোতে আর্টিকেল লিখার জন্য ছেলে মেয়ে নেয়। হাজারো ওয়েবসাইটে অগণিত ছেলে মেয়ে আর্টিকেল রাইটিং জব করছেন এবং প্রতি মাসে ভালো পরিমান টাকা ইনকাম করছেন। বড় বড় যে নিউজ পেপার সাইট রয়েছে, এবং বড় বড় যে ব্লগ ওয়েবসাইট অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রয়েছে,