কানাডাও এই প্রকল্পে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বলে জানান ট্রাম্প ।
গোল্ডেন ডোম মহাকাশ ভিত্তিক-ক্ষেপণাস্ত্র ঠেকানোর পাশাপাশি ব্যালিস্টিক ও ক্রুজ হামলা ঠেকাতে সক্ষম হবে।
স্থল, সমুদ্র ও মহাকাশ থেকে আসা যেকোনো হামলার বিরুদ্ধে এই 'ভবিষ্যত প্রজন্মের' প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।
এ প্রকল্পের শুরুতে ২৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে।
দীর্ঘ মেয়াদে এই খরচ বেড়ে দাঁড়াবে ১৭৫ বিলিয়ন মার্কিন ডলার ।
'গোল্ডেন ডোম' ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোমের'অনুপ্রেরণায় তৈরি করা হচ্ছে।
Aimer
Commentaire
Partagez