গত মঙ্গল ও বুধবার হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত কয়েক হাজার পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। অভূতপূর্ব এই হামলার সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতা আছে বলে ধারণা করা হচ্ছে। এতে ৩৭ জন নিহত ও তিন হাজার আহত হন।
এরপর বৃহস্পতিবার রাতে লেবাননে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় লেবাননের সশস্ত্র সংগঠনটির শ'র বেশি রকেট লঞ্চার ধ্বংস হয়েছে বলে দাবি করে ইসরায়েল।
শুক্রবার দক্ষিণ বৈরুতের শহরতলিতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর অভিজাত 'রাদওয়ান বাহিনীর' নেতা ইব্রাহিম আকিলকে হত্যা করে ইসরায়েল।
Beğen
Yorum Yap
Paylaş
hanif ahmed Romeo
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জন্য জীবনের সেরা উপহার। তোমার চোখের ভাষা বুঝি আমি, প্রিয় তোমার হৃদয়ের স্পন্দন শুনি আমি। তোমার ভালোবাসা আমার জীবনের শক্তি, তুমিই আমার অবলম্বন।
━💠✦🌷✦💠━
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?