নেদারল্যান্ডের বহুজাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান আইএনজি'র জ্যেষ্ঠ অর্থনীতিবিদ পাওলো পিজ্জোলি সংবাদ সংস্থাটিকে বলেন যে, তিনি আশা করেছিলেন এই বছরের শুরুতে ইতালির প্রবৃদ্ধি হবে 'খুবই কম'। দ্বিতীয় প্রন্তিকে 'কিছুটা ঘুরে দাঁড়াবে'। তার মতে, বার্ষিক প্রবৃদ্ধি শূন্য দশমিক সাত শতাংশ হতে পারে। এটি সরকারের লক্ষ্য এক দশমিক দুই শতাংশের তুলনায় অনেক কম।
গত ২ এপ্রিল ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়, ব্যবসায়ীরা আশা করছেন চলতি বছর ইতালির অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে শূন্য দশমিক ছয় শতাংশ হতে পারে।
গত বছরের ১২ সেপ্টেম্বর স্ট্যাটিস্টার তথ্যে বলা হয়, ২০২৩ সালে ইতালির বেকারত্বের হার ছিল সাত দশমিক ছয় শতাংশ। ২০২৬ সাল পর্যন্ত এই হার বা এর কাছাকাছি হার থাকতে পারে।
Kao
Komentar
Udio