31 안에 ·번역하다

অনেক সময় আমরা বড় সাফল্যের পেছনে ছুটতে গিয়ে জীবনের সাধারণ আনন্দগুলো উপভোগ করতে ভুলে যাই। ভোরবেলার সূর্যোদয়, প্রিয়জনের একফোঁটা হাসি, বা বন্ধুর সঙ্গে এক কাপ চা—এই ছোট ছোট জিনিসগুলোই মনের শান্তি এনে দেয়। তাই সাফল্যের পেছনে দৌড়ানোর পাশাপাশি জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা শিখুন। আজকের দিনটাই সবচেয়ে মূল্যবান।