31 ш ·перевести

জীবনের প্রতিটি ধাপে কষ্টের পরেই আসে সাফল্য। অনেক সময় মনে হয় সব পথ বন্ধ, কোনো আশা নেই। কিন্তু ধৈর্য হারাবেন না। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। পরিশ্রমের ফল হয়তো সাথে সাথে দেখা যাবে না, কিন্তু একদিন নিশ্চিতভাবে আসবে। যারা কষ্ট করে ঘাম ঝরায়, তারাই একদিন ইতিহাস লেখে।