ভালোবাসা মানে শুধু ভালোবাসি বলা না। ভালোবাসা মানে একজন আরেকজনের জীবনের প্রতি দায়বদ্ধ থাকা। তার হাসিতে নিজের আনন্দ খোঁজা,তার দুঃখে নিজের ভেতরটা কাঁপিয়ে তোলা। ভালোবাসা মানে তার সব কিছুর পাশে দাড়ানো-সুখে,দুঃখে,ভালো সময়ে আর সবচেয়ে খারাপ সময়েও। ভালোবাসা মানে নিজের ভালো লাগার চেয়ে তার ভালো থাকাকে বেশি গুরুত্ব দেওয়া। ভালোবাসা মানে নিজেকে হারিয়ে তার মাঝে নিজেকে খুঁজে। সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ হয়,কারণ সেখানে চাওয়ার চেয়ে দেওয়ার আনন্দটাই সবচেয়ে বড়। 💗🫶
Kao
Komentar
Udio