31 میں ·ترجمہ کریں۔

মানুষ বোধহয় সবচেয়ে বেশি ভেঙে পড়ে যখন সে বুঝতে পারে কেউ তার অপেক্ষায় নেই আর!

রোজ সকাল থেকে রাত অবধি চলে এক ভীষণ একাকীত্ব ঘেরা জীবন।কোথাও যেন কেউ নেই আমার জন্য,কোথাও কেউ আমার জন্য উদগ্রীব হয়ে থাকে না,কোথাও কারো সময় হয়না আমাকে নিয়ে ভাবার।আমি আমার এই একাকী জীবন নিজেই টেনে চলি।আমার নিঃসঙ্গ জীবন ফুরায়,,,কিন্তু আমার আফসোস ফুরায় না।

আচ্ছা কেউ কেন আমার অপেক্ষা করে না❓